Posts

Showing posts from July, 2021

গো-ও-ও-ল

Image
মধুরেণ সমাপয়েত। না, সমাপ্তির এখনো বেশ খানিকটা বাকি  Euro2020'র। তবে গতকাল বেলজিয়াম এর সমাপ্তি ঘটল এবং যা একেবারেই মধুর হলো না। যাকগে কি আর করা যাবে  after all its a sport. তাই  সবকিছু sportingly গ্রহণ করাটাই শ্রেয়। হ‍্যাঁ, এবারের Euro তে আমরা মানে আমার পরিবার সর্বার্থে বেলজিয়াম সাপোর্টার। তার কারণটা অন‍্য কিছু না, কারণ আমরা বিগত কয়েকবছর ধরে টিনটিনের দেশের বাসিন্দা। আর বিশ্বের এক নম্বর ফুটবল দলের সমর্থক না হয়ে পারা যায়। সত‍্যিই ভাবতে ভালো লাগে আমি এমন একটি ছোট্ট দেশে থাকি যে তার ক্ষুদ্রতা সত্ত্বেও বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠ আসন দখল করেছে। রেড ডেভিল্স এ সজ্জিত বিখ‍্যাত ম‍্যানিকিন পিস ইউরোপে গত কয়েক বছর থাকার সুবাদে ফুটবল উন্মাদনা নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হল। তায় আবার একটি বিশ্বকাপ ও একটি ইউরোকাপের অভিজ্ঞতা। মনে হলো ইউরো কাপ যেন অনেক বেশি এদের নিজেদের  খেলা এবং সেটাই স্বাভাবিক। আর আমাকেও সমস‍্যায় পড়তে হয়নি কোন্ দলকে সমর্থন করবো তা নিয়ে। যা ২০১৮ তে অভিজ্ঞতা হয়েছে। সে এক 'শাঁখের করাত' অবস্থা আমার। আজন্ম ব্রাজিল সমর্থক হয়ে যে কাকে সমর্থন করবো বুঝতে পারিনি। কিন্তু ঐ যে জন্মে থেকে যে দলটাক