Posts

Showing posts from July, 2020

ফ্লোরেন্টাইন ক্রিস্টমাস

Image
     "ইতালি কখনোই একটি সাধারণ দেশ নয়। ইতালি ইতালিই। ইতালি যদি এক সাধারণ দেশ হয় তবে সেখানে রোম থাকত না, থাকত না ফ্লোরেন্স'ও; এমনকি ভেনিসের মতো একেবারে অন্যরকম শহরও বোধহয় থাকত না।"-কথাগুলো খুব একটা ভুল বলেননি ইতালীর প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেয় রেঞ্জি (Matteo Renzi)। সত্যিই তো ইতালি এমনই একটি দেশ যে তার প্রাকৃতিক সৌন্দর্য আর শৈল্পিক ইতিহাস দিয়ে আমাদের আজীবন মুগ্ধ করে রাখতে পারে। মানবসভ্যতার ইতিহাস সমৃদ্ধ এক দেশ এই ইতালি। গোধূলির সোনালী আভায় ফ্লোরেন্স      ইউরোপ মহাদেশের নাম করতে প্রথমেই যে কয়েকটি দেশের নাম মনে আসে তার মধ‍্যে ইতালি অন‍্যতম। আমিও তার ব‍্যতিক্রম নই। তাই ইতালির প্রতি আকর্ষণ সেই ইউরোপ প্রবাসের অনেকদিন আগে থেকেই, বলা ভালো সেই ছোট্টবেলা থেকে। আর হবে নাই বা কেন, আমরা তো ইতিহাস যেদিন থেকে পড়ছি সেদিন থেকেই জেনেছি রোম সভ‍্যতার নাম। আরো বড়ো হয়ে জেনেছি ফ্লোরেন্সের কথা, বুঝেছি রেনেসাঁর গুরুত্ব। তাই এহেন একটি শহরকে ছুঁয়ে দেখার সাধ কার না হয়। আর সেই মতো আমরা ঠিক করলাম দ্বিতীয়বারের জন‍্য আবার ইতালি যাওয়া হবে, ঘুরে দেখা হবে ফ্লোরেন্স নাইটেঙ্গলের শহর,  ২ ০ ১ ৯  এর ক্রিস্টমা